সাভারের আশুলিয়ায় ডিবি’র অভিযানে ২৫০ পিচ ইয়াবা সহ আটক -১

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:৩১ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

সাভারের আশুলিয়ায় ডিবি’র অভিযানে ২৫০ পিচ ইয়াবা সহ আটক -১


মোঃ শামীম আহমেদ (আশুলিয়া ঢাকা)  :

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মোঃ কুরবান আলী নামে এক মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আজকে (৯ ডিসেম্বর) সকাল ১০ টার সময় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। আটককৃত মোঃ কুরবান আলী ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল উত্তরপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল সহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন।


ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদাত হোসেন ও এ এস আই সুলতান বলেন,গতকাল বৃহস্পতিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কুরবান আলী পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার-কৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৭৫ থেকে ৮০ হাজার টাকা মতো।


এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।


তারই ধারাবাহিকতায় আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকায় গতকাল রাত্র ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কুরবান আলীকে আটক করা হয়। এবং তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: