সাভারে ১৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

সাভারে ১৫ গ্রাম হেরোইন,  ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ শামীম আহমেদ, (আশুলিয়া ঢাকা) :



সাভারে ডিবি (উত্তর) ঢাকা জেলার এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় এ এস আই সুলতান মাহমুদ ও ফোর্স সহ সাভার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ইং-০৫/১২/২০২২ ইং তারিখ ১৯.৩৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন    এলাকা হইতে  আসামী ১। মোঃ শামিম রেজা (৩২), পিতা-আকবর আলী,সাং-ভোলাবাড়ী,থানা- শাহমখদুম,জেলা- রাজশাহী, এ/পি সাং- রাজাশন, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা ,২। মোঃ ফিরোজ মিয়া (২৬),পিতা-মৃত খায়েরউজ্জামান, সাং-মাদারহাট, থানা-সাদুল্যাপুর,জেলা- গাইবান্ধা, এ/পি সাং-রাজাশন,থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ১৫০ পুড়িয়া=১৫ গ্রাম হেরোইন এবং  ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।  সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, আসামী ১। মোঃ শামিম রেজা ( ৩২) একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী,  তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন,অস্ত্র এবং মাদক সহ একাধিক মামলা রয়েছে।


উক্ত আসামীদের বিরুদ্ধে  সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: