মুকসুদপুরে ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৯ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

মুকসুদপুরে ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :


গোপালগঞ্জের মুকসুদপুরে ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রোমান শিকদার (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাটিকামারী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোমান শিকদার উপজেলার আইকদিয়া গ্রামের মোস্তফা শিকদারের ছেলে।


মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মুকসুদপুর থানার মামলা নং ৩২(৯)২২ ।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: