কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি


কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

এ বিষয়ে প্রাইভেটকারের মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত তাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা নগদ ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়ি চালক হিমেলকে মারধর করে।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: