লালমাই উপজেলায় সরকারি রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ; জরিমানা করলেন ইউএনও
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন | জেলার খবর
কুমিল্লার লালমাই উপজেলায় সরকারি রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণের কাজ করার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী মঈন উদ্দীন (৩৩) নামক ০১ জন ব্যক্তিকে ১০০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ছয়জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের বাংলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দ্রব্য মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ জন ব্যবসায়ীকে ৬০০০ টাকা ও সরকারি রাস্তায় ভবন নির্মাণের কাজ করার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ০১ জন ব্যক্তিকে ১০০০০ টাকা টাকাসহ সর্বমোট ১৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, সরকারি রাস্তায় ভবন নির্মাণের কাজ করা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ছয়জন ব্যবসায়ীসহ সাতজনকে ৭ টি মামলায় সর্বমোট ১৬০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
