শরণখোলায় বেড়েছে গবাদি পশু চুরি, অন্তঃসত্ত্বা গাভি জবাই করে মাংস লুট

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

শরণখোলায় বেড়েছে গবাদি পশু চুরি, অন্তঃসত্ত্বা গাভি জবাই করে মাংস লুট


সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):

বাগেরহাটের শরণখোলায় গবাদি পশু চুরি ও জবাই করে মাংস লুটের ঘটনা বেড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অন্তঃসত্ত্বা বা অসুস্থ পশুও রেহাই পাচ্ছে না দুর্বৃত্তদের হাত থেকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশুপালকদের মধ্যে।


গত বৃহস্পতিবার রাতে রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অন্তঃসত্ত্বা এক গাভি জবাই করে মাংস ও মাথা নিয়ে যায় চোরেরা। ফেলে যায় চামড়া ও নাড়িভুঁড়ি। গাভির মালিক আবুল কালাম তালুকদার জানান, তাঁর গাভিটি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং বর্তমান বাজারদরে মূল্য প্রায় এক লাখ টাকা। শুক্রবার সকালে তিনি শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে খোন্তাকাটাসহ বিভিন্ন এলাকায় একইভাবে গরু-ছাগল চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকার পশুপালকরা এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।

জেলার খবর এর আরও খবর: