স্বাস্থ্যসেবা: পণ্য নয়, মানুষের মৌলিক অধিকার

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন   |   চিকিৎসা

স্বাস্থ্যসেবা: পণ্য নয়, মানুষের মৌলিক অধিকার

বাংলাদেশে চিকিৎসা এখন অনেকের কাছে যেন বিলাসবহুল পণ্য। যেখানে চিকিৎসা পাওয়া উচিত জন্মগত অধিকারের ভিত্তিতে, সেখানে তা নির্ভর করছে কারো আর্থিক সামর্থ্যের উপর। এই অমানবিক বাস্তবতা থেকে মুক্তি পেতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফার আলোকে স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্য-অর্থায়নের কাঠামোতে মৌলিক পরিবর্তন আনতেই হবে।

আজকের বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশই জনগণকে নিজ খরচে বহন করতে হয়। কেউ অসুস্থ হলে চিকিৎসা খরচ মেটাতে জমি বিক্রি করতে হয়, ঋণ নিতে হয়, কিংবা সন্তানের পড়াশোনা বন্ধ করতে হয়। প্রতি বছর অসংখ্য পরিবার চিকিৎসা ব্যয়ের বোঝা টানতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। এটি শুধু একটি স্বাস্থ্য সমস্যা নয়—এটি দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক অন্যায়ের গভীর প্রতিচ্ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি বিশ্বাস করে, স্বাস্থ্যসেবা কোনো পণ্য নয়; এটি মানুষের মৌলিক অধিকার, যা রাষ্ট্রের দায়িত্বে নিশ্চিত করতে হবে। এজন্য বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে একটি করভিত্তিক স্বাস্থ্য অর্থায়নব্যবস্থা গঠনের, যাতে কেউ চিকিৎসা ব্যয়ের কারণে দারিদ্র্যের ফাঁদে না পড়ে। এই করভিত্তিক ব্যবস্থা হবে একটি মানবিক ও ন্যায্য সমাজ গঠনের মৌলিক ভিত্তি।

বিএনপি ধাপে ধাপে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করে মোট দেশজ উৎপাদনের (GDP) অন্তত ৫ শতাংশ পর্যন্ত নিয়ে যাবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হবে মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, হাসপাতালভিত্তিক চিকিৎসা নয় বরং প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care) জোরদার, যেখানে প্রতিটি নাগরিক বিনামূল্যে মানসম্মত চিকিৎসা পাবে।

বিএনপির এই অঙ্গীকারের মূল দর্শন সহজ। মানুষের চিকিৎসা তার প্রয়োজন অনুযায়ী হবে, সামর্থ্য অনুযায়ী নয়। এটি হবে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের ভিত্তি, যেখানে প্রতিটি নাগরিক জানবে অসুস্থতা মানেই অনিশ্চয়তা নয়, বরং রাষ্ট্র তার পাশে আছে, নিশ্চিত চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে।

এই পথ কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। স্বাস্থ্যসেবাকে পণ্য নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে পারব সেই মানবিক বাংলাদেশ, যেখানে জীবন ও মর্যাদা দুটোই সুরক্ষিত থাকবে।


(জিয়া হায়দার এর ফেসবুক পেজ থেকে নেয়া)


চিকিৎসা এর আরও খবর: