ধানীসাফা ও মঠবাড়িয়া সার্ভিস সেলের ব্যবসা পর্যালোচনা ও বিমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন | প্রেসরিলিজ

গত ধানীসাফা ও মঠবাড়িয়া সার্ভিস সেলের কর্মকর্তা ও কর্মীদের অংশগ্রহণে বিমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মোঃ মাসুদ রানা মাসুম।
সভায় উপস্থিত বক্তাগণ অংশগ্রহণকারীদের আন্তরিকতা, গ্রাহকসেবা এবং ব্যবসার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।