বরিশালে পপুলার লাইফের ইসলামী ডিপিএস ও জনপ্রিয় বীমা প্রকল্পের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন | অর্থ ও বাণিজ্য

গতকাল বরিশালে পপুলার লাইফের ইসলামী ডিপিএস ও জনপ্রিয় বীমা প্রকল্পের সমন্বয় ইউনিট ম্যানেজারদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ খলিলুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ মাসুদ রানা মাসুম।
সভায় ইউনিট ম্যানেজারদের সঙ্গে ইসলামী ডিপিএস এবং জনপ্রিয় বীমা প্রকল্পের ব্যবসায়িক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্য অর্জনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবা উন্নয়ন ও নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।
উক্ত সভার মাধ্যমে বরিশাল সার্ভিসেল-এ এই দুই প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা এই ধরনের পর্যালোচনা সভার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।