ভার্চুয়াল প্লাটফর্মে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

ভার্চুয়াল প্লাটফর্মে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  : ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন


পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন এফসিএ, পপুলার  লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। সভায় আলোচ্যসূচির অংশ হিসেবে সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: