৯ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৬০২ সম্পদের ফাইল মিলেছে

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন   |   রাজনীতি

৯ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৬০২ সম্পদের ফাইল মিলেছে


অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্জিত ৬০২টি সম্পদের ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জাবেদের নির্বাচনী এলাকা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের ওসমান তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে সম্পদের ২৩ বস্তা আলামত জব্দ করা হয়। এসব বস্তায় বিদেশে অর্জিত ওই ৬০২টি ফ্ল্যাট-বাড়ির ফাইল রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ওইসব বস্তায় দেশে-বিদেশ অর্জিত সম্পদের আরও নথিপত্র রয়েছে। পর্যায়ক্রমে বস্তাগুলো খুলে ওইসব নথিপত্রের তালিকা তৈরি করা হবে বলে জানা গেছে। এগুলো পরে জাবেদের বিরুদ্ধে করা মামলার চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া হবে।



৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপিদের সঙ্গে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দেশে-বিদেশের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশে-বিদেশে বিপুল অঙ্কের টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত। অনুসন্ধানকালে দুদক তার সম্পদের ফাইল, নথিপত্রের গোপন তথ্য পায়।


দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাইফুজ্জামানের সম্পদের নথিগুলো কালুরঘটি আরামিট সিমেন্ট ফ্যাক্টরির গোডাউনে রাখা হয়েছে। সেগুলো উদ্ধার করতে গত ১৬ সেপ্টেম্বর দুদক টিমের সদস্যরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এ খবর পেয়ে নথিগুলো গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে কোনো নথিপত্র পাওয়া যায়নি। সে সময় জানা যায়, নথিপত্রগুলো জাবেদের ঘনিষ্ঠ ওসমান তালুকদারের বাসায় সরিয়ে ফেলা হয়েছে। এরপর শনিবার রাতে ওসমানের বাসায় অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়।


রাজনীতি এর আরও খবর: