লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, কড়া নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের সফরের বিরোধিতা করেন। স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ আগেই একটি বড় আকারের অভিযানের প্রস্তুতি নিয়েছিল, কারণ ধারণা করা হয়েছিল, অন্তত ৫০টিরও বেশি সংগঠন এই বিক্ষোভে অংশ নিতে পারে।
‘স্টপ ট্রাম্প কোয়ালিশন’ দুপুর ২টায় ম্যারিলিবোনের পোর্টল্যান্ড প্লেসে সমবেত হয় এবং সেখান থেকে মিছিল করে পার্লামেন্ট স্কয়ারের দিকে অগ্রসর হয়। সংগঠকরা বিকেল ৫টা থেকে লন্ডনে আরেকটি সমাবেশেরও ঘোষণা দেন। মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষোভ সামলাতে ১,৬০০-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৫০০ জন অন্য বাহিনী থেকে সহায়তা দিতে এসেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্ট ভবনে প্রবেশ করবেন না, কারণ হাউস অফ কমন্স বর্তমানে দলীয় সম্মেলন মৌসুমের কারণে কার্যক্রম স্থগিত রেখেছে। স্ট্যান্ডার্ড পত্রিকা জানায়, বিক্ষোভকারীরা সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, যেখানে তারা মনে করেন লন্ডন এমন একজন নেতাকে সম্মান জানাচ্ছে, যিনি দেশে ও বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন করছেন।এদিকে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, জনশৃঙ্খলা আইন অনুযায়ী শর্ত আরোপ করা হয়েছে যাতে ‘সম্প্রদায়ের গুরুতর বিঘ্ন রোধ করা যায়’। কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, পরিকল্পিত সমাবেশটি অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। লন্ডনের উইন্ডসর প্রাসাদে পৌঁছানোর পর তাকে এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। প্রথমে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন তাদের স্বাগত জানান। এরপর রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা তাদের অভ্যর্থনা জানান।