ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন | জেলার খবর

নাজিম বকাউল (ফরিদপুর) :
গত বছর দেশব্যাপী ছাত্র-জনতার অভ্যুত্থান এবং অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশে দেশের সব ক্রীড়া সংস্থা বিলুপ্ত হওয়ার পর ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী এই কমিটি গঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের পক্ষে নির্বাহী পরিচালক ও যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের কথা জানানো হয়। এই কমিটি জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পুনরায় চালু করতে কাজ করবে।
নতুন কমিটির গঠন:জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ১৪(৩) অনুসারে অনুমোদিত এই অ্যাডহক কমিটিতে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিরা স্থান পেয়েছেন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান মোল্লা।
কমিটির অন্য সদস্যরা হলেন: এস এইচ এম সামসুদ্দোহা চাঁদ (ক্রীড়া সংগঠক), মোঃ শরিফুল ইসলাম সোহাগ (ক্রিকেটার), মাহবুব উর রহমান (সাবেক ফুটবলার), মোঃ তৌহিদ আহমেদ আশিক (হকি খেলোয়াড়), মোঃ মুসা মিয়া (ক্রীড়া সংগঠক), মোঃ আব্দুল্লাহ অর্ক (ছাত্র প্রতিনিধি), মোঃ মফিজুর রহমান শিপন (স্থানীয় সাংবাদিক)। এছাড়া, জেলা ক্রীড়া কর্মকর্তা (পদাধিকারবলে) এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
গত বছর আগস্ট মাসে অন্তর্র্বতীকালীন সরকার সারা দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেছিল। একই মাসের ২৭ তারিখে একটি নতুন আদেশে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশিকা অনুসরণ করেই এই নতুন কমিটি গঠিত হয়েছে, যা ফরিদপুরের ক্রীড়াঙ্গনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।