ফরিদপুরের ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর

ফরিদপুরের ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার  প্রতিবাদে  বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি

নাজিম বকাউল (ফরিদপুর ) : 

ফরিদপুর-৪ আসনের  ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ অন্তর্ভুক্তির প্রতিবাদে  উপজেলা বিএনপির উদ্যোগে  এক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার  দুপুরে  ফরিদপুর -বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত  বিশ্বরোড গোলচত্বর সেতুর নীচে  অবস্থান কর্মসূচিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায়  ফিরিয়ে আনার দাবী জানান।


  বিক্ষোভকারীরা জানান, আমরা ভাঙ্গা  উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে যুক্ত হতে  চাইনা।  এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, বিএনপি নেতা ওবায়দুল আলম সম্রাট সহ কৃষক দল, যুবদল সহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।



জেলার খবর এর আরও খবর: