পপুলার লাইফের সেরা কো-অর্ডিনেটর ও সর্বোচ্চ নতুন প্রিমিয়াম অর্জনে প্রথম পুরস্কার পেলেন মো: নাসির আহমেদ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন   |   ভিন্ন খবর

পপুলার লাইফের সেরা কো-অর্ডিনেটর ও সর্বোচ্চ নতুন প্রিমিয়াম অর্জনে প্রথম পুরস্কার পেলেন মো: নাসির আহমেদ


সারা বাংলাদেশের মধ্যে সেরা কো-অর্ডিনেটর এবং সর্বোচ্চ নতুন প্রিমিয়াম অর্জনে “প্রথম পুরস্কার” অর্জন করেছেন মো: নাসির আহমেদ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে বিজয়ী কো-অর্ডিনেটরদের নিয়ে কক্সবাজার হোটেল সী প্যালেসে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেনপপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল ইসলাম চৌধূরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো: নাসির আহমেদ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ভিন্ন খবর এর আরও খবর: