সিলেটে পপুলার লাইফের বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

সিলেটে পপুলার লাইফের বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিলেট অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ৪৫ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই ) সকালে সিলেটে হোটেল নির্ভানা ইন এর হল রুমে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের লিমিটেডের একক বীমা ও আল বারাকা ইসলামী বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) শরীফ সালেকিন এর সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (পুলিশ) ইমরান খান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: