৩৪ বছরে পদার্পণ করলো নারী উন্নয়ন শক্তি

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন   |   ভিন্ন খবর

৩৪ বছরে  পদার্পণ করলো নারী উন্নয়ন শক্তি


আজ ১৪ই আগস্ট নারী উন্নয়ন শক্তি (NUS) তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৯২ সালে ঢাকার খিলগাঁও থেকে যাত্রা শুরু করে এই নারী নেতৃত্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা এখন পর্যন্ত ৪৯টি দাতা ও অংশীদারের সহায়তায় ৭৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে।


নারী উন্নয়ন শক্তির প্রধান সাফল্যসমূহের মধ্যে রয়েছে—

১,২৫,০০০+ নারী ও পুরুষকে প্রাথমিক শিক্ষা প্রদান।

২৫,০০০+ মানুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা।

২,৬০০+ যৌনকর্মীকে পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।

এইচআইভি ও ম্যালেরিয়া প্রতিরোধে লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী পৌঁছে দেওয়া।

শিশু ও নারী সুরক্ষা, আইনি সহায়তা, এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন।


নারী উন্নয়ন শক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। আগামী দিনে NUS তার যাত্রা আরও শক্তিশালী করবে—বাংলাদেশে সমতা, ন্যায় ও মানবাধিকারের পথে অগ্রসর হতে।

ভিন্ন খবর এর আরও খবর: