২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন


মোঃ শামীম আহমেদ (সাভার, ঢাকা):


গত ২৪ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. ভোর ০৪.৩০ ঘটিকার দিকে জনৈক সোহেল মিয়া (২৫), পিতা-মোঃ আনোয়ার মিয়া, মাতা-জবেদা খাতুন এবং তাহার স্ত্রী মুন্নি খাতুন (২৩), উভয় গ্রাম-উত্তর বাউচন্দি কামারপাড়া, পোঃ আউলিয়াগঞ্জ, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, বর্তমান সাং-মজিদপুর ছোট বলিমেহের জজ আলী সরদারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এবং তাদের দেড় বছর বয়সী একটি  শিশু বাচ্চা নিয়ে  রংপুর হইতে সাভার মডেল থানাধীন রাঙ্গাবন নার্সারীর সামনে গাড়ি থেকে নেমে নার্সারী সংলগ্ন গলি পথে যাওয়া মাত্র ০৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদেরকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে মুন্নি খাতুনের ভ্যানিটি ব্যাগে থাকা ২০০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। অসহায়, নিস্ব সোহেল মিয়া তার ২,০০০ টাকা হারানোর শোকে ছিনতাইকারীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। তখন তার স্ত্রী ভয় পেয়ে তার সন্তানকে নিয়ে প্রতিবেশীদের ডাকতে যায়। আনুমানিক ২৫ মিনিট পর ফিরে এসে তার স্ত্রী দেখে যে তাহার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে আছে।


পরবর্তীতে তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সহায়তায় সোহেল মিয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষনা করেন। অজ্ঞাতনামা ছিনতাইকারীরা সোহেল মিয়াকে উপুরর্যুপরী ছুরিকাঘাত করে হত্যা করে ও তার স্ত্রীর নিকট হতে ২০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরূপ একটি ঘটনার ফলে সাভার থানায় মামলা নং-৫৭,তাং-২৪/০২/২০২৩ ইং, ধারা-৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।  পরবর্তীতে ঢাকা জেলার পুলিশ সুপার,মোঃ আসাদুজ্জামান- পিপিএম (বার) মহোদয় দ্রুত উক্ত মামলার রহস্য উদঘাটনের জন্য মোহাম্মদ  আব্দুল্লাহিল কাফী, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক (উত্তর)  ঢাকাকে  নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক (উত্তর)  ঢাকা  এবং অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা উক্ত মামলার রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেন। তাহাদের সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকার নেতৃত্বে ডিবি (উত্তর) ঢাকা জেলা এবং সাভার মডেল থানার সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। রাসেল শেখ (২৩), পিতা-কুদ্দুস শেখ, মাতা-আঙ্গুরা বেগম, স্থায়ী গ্রাম-ভাসমান, বর্তমান ঠিকানা-সুয়াপুর,রাজনগর, রাজ্জাকের বাড়ী, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ তুহিন (২২), পিতা-মোঃ দুলাল গাজী, মাতা-খাদিজা বেগম, সাং-বদুঠাকুরানী, কোটবাড়ী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, বর্তমান ঠিকানা-সুয়াপুর,রাজনগর, রাজ্জাকের বাড়ী, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৩।সানি @শুভ(২০),পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-হাসিনা বানু, সাং-শেহরাইল, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ,এ/পি সাং-মজিদপুর, থানা-সাভার মডেল, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। তাদের জিজ্ঞাসাবাদে উপরোক্ত মামলার ঘটনাটির সত্যতা স্বীকার করে । স্থানীয়রা জানায় যে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা লক্ষ্য করা যায়। যে দুটি সুইচ গিয়ার চাকু দিয়ে তারা হত্যাকান্ডটি ঘটিয়েছিলো তাদের দেখানো মতে সেগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের নিকট হইতে ৪০০০/- টাকা জব্দ করা এবং মাদকদ্রব্য ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আগের মামলা ছাড়াও এদের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: