১৭ নভেম্বর হজ ও ওমরাহ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ন | ধর্ম

হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ(হাব) আয়োজিত হজ ও ওমরাহ মেলা ২০২২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম আরও জানান, আগামী ১৭-১৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে হাব কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয় আজ (বৃহস্পতিবার) ২৭ অক্টোবর দুপুরে। রাজধানীর পল্টনে হাব কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন হাব সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আসন্ন ” হজ ও ওমরাহ মেলা” সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।