১০ বছরের মধ্যে দীর্ঘতম শৈত্যপ্রবাহ দেখছে দিল্লি

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ১২:৪২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

১০ বছরের মধ্যে দীর্ঘতম শৈত্যপ্রবাহ দেখছে দিল্লি


টানা শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর-পশ্চিম ভারতের একাংশ। সবচেয়ে কঠিন পরিস্থিতি পার করছে দিল্লি।  ছয়দিন ধরে রাজধানীটিতে শৈত্যপ্রবাহ চলছে। গত ১০ বছরের মধ্যে এটি দীর্ঘতম বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ ২০১৩ সালে টানা পাঁচ দিন শৈত্যপ্রবাহ দেখেছিলেন দিল্লির বাসিন্দারা।


এদিকে মঙ্গলবার (১০ জানুয়ারি) কুয়াশার কারণে দিল্লিতে দৃশ্যমানতা শূন্যে গিয়ে দাঁড়িয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ২০০টিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে। পাঁচটি দিল্লিগামী ফ্লাইট জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কুয়াশার কারণে ৭০টিরও বেশি ট্রেন দেরিতে ছেড়েছিল।


ভারতীয় আবহাওয়া ভবন জানিয়েছে, আপাতত বুধবার পর্যন্ত দিল্লির আকাশ কুয়াশায় ঢাকা থাকবে। তবে মঙ্গলবার রাত থেকে কুয়াশার ঘনত্ব ও শীত কিছুটা কমতে পারে।


নতুন বছরের শুরু থেকেই ব্যাপক শীতে কাঁপছে ভারতের বিভিন্ন রাজ্য। অতিরিক্ত শীতে প্রাণ গেছে কয়েকজনের। গত পাঁচদিনে ঠান্ডা, হৃদরোগ ও স্ট্রোকে শুধু উত্তরপ্রদেশের কানপুরেই মারা গেছেন ৯৮ জন।



আন্তর্জাতিক এর আরও খবর: