হজ ব্যবস্থাপনায় যেখানে যে সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো
প্রকাশ: ২৬ মে ২০১৯, ০২:১৮ অপরাহ্ন | ধর্ম

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ইফতার পুর্ব আলোচনায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল পুলিশ কনভেনশন হল, রমনা, ঢাকা-এ হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ইফতার পুর্ব আলোচনায় বলেন, হজ ব্যবস্থাপনায় যেখানে যে সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আজও প্রধানমন্ত্রীর সাথে হজ নিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি প্রি-ডিপার্টচার ইমিগ্রেশনের ব্যাপারে বলেছেন যেন এই ব্যাপারে আমরা শক্তভাবে অগ্রসর হই। কোনভাবেই এটা যেন না পেঁছায়।
হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট অ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহ ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহির আহমেদ, আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি মো: ফারুক, আব্দুশ শাকুর, মো: ইব্রাহীম বাহার, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মো: ইব্রাহীম, সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সরওযার, ফরিদ আহমেদ মজুমদার, সাবেক মহাসচিব এম এ রশীদ শাহ সম্রাট, হাবের অর্থসচিব মুফতী আব্দুল কাদের মোল্লা, চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো: শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব ফারুক আহমদ সরদার ও যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান।