সাভারে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৩, ০৭:২০ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

সাভারে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে  গ্রেফতার  ১


মোঃ শামীম আহমেদ, (সাভার ঢাকা)


সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।


অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ পাভেল আহমেদ সহ তার বাহিনীর ৫ জনের নামে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ হাসানের চাচাতো ভাই মহব্বত আলী নামে এক ব্যাক্তি থানায় চাঁদাবাজি, চুরি, মারধর ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলা নং -৭৫ ।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পাভেল আহমেদকে গ্রেফতার করে পুলিশ।


পাভেল আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ পাভেল আহমেদ কে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


গ্রেফতারকৃত পাভেল (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপার গ্রামের হেফজু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় থেকে স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন সাভার প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর, একাধিক সাংবাদিককে হত্যা চেষ্টা, একাধিক ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, প্রকাশ্যে মাদক সিন্ডিকেট পরিচালনা, ফ্ল্যাট দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানাসহ সংশ্লিষ্ট থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।


ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় পাভেল বাহিনীর অন্য আসামীরা হলেন, সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত ছাদেক আলী ফরাজীর ছেলে আব্দুস সালাম ফরাজী (৫৫), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আনোয়ার হোসাইন (৫৪), মৃত আমিন মিয়ার ছেলে বেলাল উদ্দিন ওরফে মনা (৪৬), শাহীবাগ এলাকার রুহুল আমিন মিস্ত্রির ছেলে মো: রিপন (৩২)।এছাড়াও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করা হয়েছে।


এর আগে রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও হত্যাচেষ্টা করা হয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের ব্যবসায়ী পাবনা জেলার ইসলামপুর গ্রামের মোখলেজ উদ্দিনের ছেলে ও  সাভার পৌরসভার মজিদপুর এলাকার ভাড়া বাসার বাসিন্দা মোহাম্মদ হাসানকে। পরে ভুক্তভোগী ব্যবসায়ীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে চাচাতো ভাই মহব্বত আলী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ হাসানের কাছে গত কয়েকদিন যাবত এক লক্ষ্য টাকা চাঁদা দাবি করে আসছিল শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ পাভেল আহমেদ। তা না হলে সাভারে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়।


রবিবার সন্ধ্যায় হাসানের দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে মোহাম্মদ পাভেল আহমেদ ও তার লোকজন। এ সময় ওই ব্যবসায়ি দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পাভেল ও তার সঙ্গীরা হাসানকে মারধর করে আল্টিমেটাম দিয়ে সাভার ছাড়ার হুমকি দেন। এর ঠিক ৩ ঘণ্টা পর আবারো লোকজন সহ তাকে তুলে নিয়ে গিয়ে ওই মার্কেটের তিনতলায় পাভেল বাহিনীর দখলকৃত অফিসে হাসানকে বেধড়ক মারধর ও হত্যা চেষ্টা চালায়। অন্য ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় এক সাংবাদিক উপস্থিত হলে তাকে সহ আরো ৩/৪ জনকে কলার ধরে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকেন সন্ত্রাসী পাভেল আহমেদ ও তার বাহিনীর লোকজন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর ঘটনায় পাভেল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: