লালমাই উপজেলার স্কুল মাঠে গাড়ি পার্কিং করায় অর্থদণ্ড

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন   |   জেলার খবর

লালমাই উপজেলার স্কুল মাঠে গাড়ি পার্কিং করায় অর্থদণ্ড


কামাল হোসেন:


কুমিল্লার লালমাই উপজেলার বিদ্যালয় প্রাঙ্গনে অননুমোদিত ও অবৈধভাবে গাড়ি পার্কিং করে বিদ্যালয়ের পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপরাধে চারজন চালককে সাড়ে তিন হাজার পাঁচ শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 


সোমবার (১০ নভেম্বর) লালমাই উপজেলার ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। 


জানা যায়, উপজেলার ভুশ্চি বাজার সংলগ্ন ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় প্রতিদিনই মোটরসাইকেল, ইজি বাইক, প্রাইভেট কার, ভ্যান গাড়িসহ বিভিন্ন পরিবহন অবৈধভাবে পার্কিং করে আসছে৷ এর কারণে বিদ্যালয়ের পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। এ নিয়ে বহুবার  বিভিন্ন জাতীয় এবং স্থানীয় সংবাদপত্রে নিউজ হয়েছে। 


উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, দীর্ঘদিন ধরে ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অননুমোদিত ও অবৈধভাবে গাড়ি পার্কিং করার অভিযোগ পেয়েছি। এতে প্রতিনিয়ত বিদ্যালয়ের পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ ১০ নবেম্বর সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখেছি চারটি পরিবহন অবৈধভাবে পার্কিং করা রয়েছে। পরে চারজন চালককে সাড়ে তিন হাজার পাঁচ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

জেলার খবর এর আরও খবর: