যবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১০:৩৯ অপরাহ্ন   |   শিক্ষা

যবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

শেখ সাদী (যবিপ্রবি ): 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স(এফএমবি) বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।এতে ফাইনালে বিভাগের চতুর্থ বর্ষ চ্যাম্পিয়ন হয়েছে।


শনিবার (২২অক্টোবর) যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে টফি তুলে দেন এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডল। 


টুর্নামেন্টে ফাইনালে ১ম পনের মিনিটে সামরান হোসেনের গোলে ৪র্থ বর্ষ এগিয়ে থাকলেও ১ম অর্ধের শেষদিকে ৩য় বর্ষের রামেশের গোলে ড্র হয়। শেষার্ধে মেহেদী হাসান ফারাভীর গোলে ৪র্থ বর্ষ এগিয়ে যায়,তবে শেষ মিনিটে ৩য় বর্ষের ইসমে আজমের গোলে খেলা ড্র হয়।উত্তেজনাপূর্ণ এই খেলায় অতিরিক্ত দশ মিনিটে উভয়দল কোনো গোল করতে না পারায় ট্রাইবেকার হয়। ট্রাইব্রেকারে ৩-২ গোলে ৪র্থ বর্ষ বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয় ৪র্থ বর্ষের সামরান হোসেন।


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সুব্রত মন্ডল বলেন,পড়াশোনাকে আরো আনন্দদায়ক করতে এফএমবি বিভাগ প্রতিবছরই বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় আজকের এই টুর্নামেন্ট। এতে শুধু আনন্দই নয় শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আজকের খেলায় যার বাস্তবরূপ দেখতে পাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে খেলা সত্যিই মনোমুগ্ধকর।আশা করি সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মন্জুরুল হক, সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা পাল, সহকারী অধ্যাপক অনুশ্রী বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দা মাকসুদা ইয়াসমিন, লেকচারার ড. শারমিন সুরাইয়া, লেকচারার কানিজ ফাতেমা কানন, লেকচারার শারমিন নাহার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভাগের সাবেক শিক্ষার্থী ৪০তম বিসিএসে কাস্টমসের সুপারিশ প্রাপ্ত ক্যাডার সুদীপ্ত বিশ্বাস,যবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল কবীর দ্বীপ ও সকল বিভাগের শিক্ষার্থীরা। 


উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্ট শেষে বিভাগের সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক এবং চড়ুইভাতি'র আয়োজন করা হয়।

শিক্ষা এর আরও খবর: