মৌলভীবাজার/ নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহার : ধ্বংস হচ্ছে হাওরের প্রতিবেশ

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৩:১৫ পূর্বাহ্ন   |   পরিবেশ ও জলবায়ু

মৌলভীবাজার/ নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহার :  ধ্বংস হচ্ছে হাওরের প্রতিবেশ

সৈয়দ মহসিন পারভেজ  (মৌলভীবাজার ) :

সরকারি আইন লঙ্ঘন করে মৌলভীবাজারের খাল-বিল ও হাওরে নিষিদ্ধ উপকরণ দিয়ে অবাধে চলছে মাছ শিকার। এতে ডিমওয়ালা মাছ, পোনা মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ অকালে মারছে। হুমকিতে পড়ছে হাওরের জীববৈচিত্র্য। দীর্ঘদিন থেকে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার হলেও আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

দেশী মাছের অফুরন্ত ভান্ডার খ্যাত মৌলভীবাজারের হাইল হাওড়. কাউয়াদিঘী হাওড়, হাকালুকি হাওড়সহ বিল-জলাশয়। দেশী প্রজাতির মাছ বিশেষ করে কই, পুটি, টেংকা, মাগুর, শিং, টাকি, চিংড়ি ব্যাপকভাবে বংশ বিস্তার করে এসব জলাশয়ে।  প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল, ভেড় জাল, প্লাস্টিকের ফাঁদ ব্যবহারে নির্বিচারে ধ্বংশ হচ্ছে দেশীয় বিলুপ্তপ্রায় মাছ, সকল জলজ প্রাণী, উদ্ভিদ হাওরের প্রতিবেশ। প্রশাসনের নাকের ডগায় নিধননযজ্ঞ অনেকটা ওপেনসিক্রেট হলেও সংশ্লিষ্টরা নির্বিকার।

তবে স্থানীয় মৎস্যজীবিরা বলছেন, বিধি-নিষেধ বিষয়ে তারা জানেন না।



পরিবেশ ও জলবায়ু এর আরও খবর: