মুকসুদপুরে প্রাইভেটকার চালক রুবেল খুনের রহস্য উদঘাটন : গাড়ি উদ্ধার ২ আসামী আটক

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১১:১৬ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

মুকসুদপুরে প্রাইভেটকার চালক রুবেল খুনের রহস্য উদঘাটন : গাড়ি উদ্ধার ২ আসামী আটক

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :


গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত প্রাইভেটকার চালক রুবেল হত্যার রহস্যা উদঘাটন, ছিনতাইকৃত গাড়ি উদ্ধার এবং ২ জন  আসামী আটক। রবিবার (৬ নভেম্বর) সকালে মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৭ অক্টোবর সকালে উপজেলার উজানী সড়কে কমলাপুর আগারী নামক স্থান থেকে মুকসুদপুর থানা পুলিশ হাত পা বাধা প্রাইভেটকার চালক রুবেল খানের লাশ উদ্ধার করে। পরে তার ভাই বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন । মুকসুদপুর থানার মামলা নং- ১৬। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার মুকসুদপুর থানার এস আই মোঃ শহিদুল ইসলাম নিবিড় তদন্ত করে উক্ত ছিনতাইকৃত প্রাইভেট কারটি গত ২৩ অক্টোবর ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পেয়ে উদ্ধার করেন।

পরবর্তীতে ৪ নভেম্বর র‌্যাব-৬ এর সহযোগীতায় গাজীপুর ও খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকারী এম এম ফেরদাউস ওরফে সবুজ (৩৭) এবং হোসাইন ইমাম (৩০) কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী দের আদালতে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন এর আদালতে উপস্থাপন করলে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান,  প্রাইভেটকার চালক রুবেল হত্যা এবং গাড়ি ছিনতাই মামলায় প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত ২ জন গ্রেফতার করা হয়েছে। বাকী ২ জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। আশা করি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।  ধৃত আসামীদ্বয় অস্ত্র, দস্যুতা ও অন্যান্য একাধিক মামলার এজাহার নামীয় আসামী। ঘটনার সাথে জড়িত অপর দুই আসামীকে গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত আছে।###



আইন-আদালত-অপরাধ এর আরও খবর: