মুকসুদপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

মুকসুদপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

মেহের মামুন ( মুকসুদপুর, গোপালগঞ্জ) :  


গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় তৈরি ৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ি তপন মন্ডল (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার জলিরপাড় মোল্লা মার্কেটের তপন মন্ডলের মুদি দোকান তাকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার এস আই অশোক ভূষন সাহা, এস আই রাকিবুল ইসলাম উজ্জল, এস আই খাইরুল বাশারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি তপন মন্ডল ঘেচুয়া গ্রামের জয়দেব মন্ডলের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া জানান,  উপজেলার জলিরপাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মুকসুদপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং- ১৬,  ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।  ###


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: