মক্কায় বাংলাদেশী হাজিদের খোঁজ খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
প্রকাশ: ০৮ অগাস্ট ২০১৯, ০২:৪৫ অপরাহ্ন | ধর্ম

মক্কায় বাংলাদেশী হাজিদের খোঁজ খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ সকালে তিনি নগরীর একটি বাড়ি ও ক্লিনিক পরিদর্শনকালে হাজিদের সাথে কুশল বিনিময় এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডাক্তার ও রুগীদের সাথে কথা বলেন। এসময় এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোস প্রকাশ করেন হাজিরা।
মক্কায় সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশী হাজিদের জন্য ভাড়া করা ৯ নম্বর বাড়িতে প্রায় ১০৩৫ জন হাজি অবস্থান করছেন। এর নীচ তলায় বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের ব্যবস্থাপনায় একটি ক্লিনিকও স্থাপন করা হয়েছে। এখানে ২৪ ঘন্টা বাংলাদেশী হাজিদের সব ধরণের চিকিৎসা সেবা দেয়া হয়।