বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন পোলিশ রেফারি সিজিমন মারসিনিয়াক

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন   |   খেলাধুলা

বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন পোলিশ রেফারি সিজিমন মারসিনিয়াক


রোববার ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোলিশ রেফারি সিজিমন মারসিনিয়াক। ফিফা আজ তথ্য নিশ্চিত করেছে।

৪১ বছর বয়সী মারসিনিয়াক এর আগে কাতার বিশ^কাপে এই দুই দলের ম্যাচ পরিচালনা করেছে। শেষ ষোলতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ডেনমার্কের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববারের ফাইনালে মারসিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন স্বদেশী পাওয়েল সোকোলিনিস্কি ও টমাস লিস্টিকিউইজ।

এই তিনজন অনুর্ধ্ব ১৮ বিশ^ চ্যাম্পিয়নশীপ ও ইউরো ২০১৬’এ একসাথে ম্যাচ পরিচালনা করেছেন।



খেলাধুলা এর আরও খবর: