বই উৎসবের ভাবনা

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন   |   মতামত

বই উৎসবের ভাবনা

সফিকুর রহমান চৌধুরী টুটুল: 

সারাবিশ্বের অনেক দেশ অর্থনৈতিক ভাবে এগিয়েছে।অনেক দেশের সামাজিক নিরাপত্তা আমাদের চেয়ে বহুগুন মজবুত।শিল্পবিপ্লবের রেনেসাঁর পরে ইউরোপের উন্নতি চোখে পড়ার মতো।কার্যত আমাদের চেয়ে শতযোজন এগিয়ে।কিন্তু মানব সেবায় আমরা অনেক এগিয়ে।এখনও আমরা বাবা মা ভাই বোন নিয়ে একত্রে একই ছাদের নীচে বসবাস করি।আমাদের চিন্তা চেতনা এখনও পরিবারকে ঘিরে।আমরা সবাই সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।প্রতি বৎসর পরিবারে একজন সন্তান যখন উপরের ক্লাশে ওঠে আমরা চিন্তা করি নতুন বই কেনার, চিন্তা করি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করার।যাদের সামর্থ্য নেই তাদের চোখের ভাষা পড়তে পারা সবার কর্ম নয়।সবাই পারেনা, হয়তো ইচ্ছেও থাকেনা।কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সেটা পারে।আমি বিস্ময়াভিভুত হয়ে যাই তাঁর কর্মস্পৃহা দেখে।আমি ভাষা হারিয়ে ফেলি তাঁর বক্তৃতার শব্দচয়ন দেখে।আমি তাজ্জব বনে যাই এই বয়সে এসেও তাঁর শারীরিক সক্ষমতা আর মনোবল দেখে।আমরা কি তাঁর মত করে এদেশটাকে ভালোবাসতে পারবো? আমরা কি তাঁর মতো করে ইস্পাতকঠিন মনোভাবে ভবিষ্যতের সিদ্ধান্তগুলি নিতে পারবো? এই যে সারাদেশে পহেলা জানুয়ারি বই উৎসব হয়ে গেল এরকম একটা পরিকল্পনা কি কারো মগজ থেকে বের হয়েছে? হয়নি।একজন মানুষ, মানবিক মানুষ শেখ হাসিনা যেভাবে দেশের কাজ করে যাচ্ছেন তা' তাঁর মতো করে কেউ আর পারবে না।আসুন বই উৎসবকে সামনে রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ, নিরোগ জীবনের জন্য দোয়া করি।

(লেখক: আয়কর আইনজীবি, শিক্ষানুরাগী ও চেয়ারম্যান , গোবরা ইউনিয়ন, গোপালগঞ্জ)