পঞ্চগড়ে ৪ প্রতারক সহ তক্ষক প্রাণী জব্দ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৭:০৬ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় তিন কোটি টাকা মূল্যের তক্ষক প্রাণীসহ প্রতারক চক্রের চারজন সদস্যকে আটক করেন দেবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার(১৮/১১/২২) রাতে সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল ) মোছাঃ রুনা লায়লা ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেনের নির্দেশনায় দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ রঞ্জু আহমেদের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই মোসলেম উদ্দিন, এএসআই পলাশ চন্দ্র বর্মন, এএসআই মোরশেদুল,ডিএসবি আবু সায়েম, কনস্টেবল আনিসুর রহমান ,লিটন চন্দ্র রায় ও হাসান মিয়া, অভিযান পরিচালিত করে ঘটনাস্থল থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তক্ষক প্রাণী সহ প্রতারক চক্রের চারজন সদস্যকে আটক করেন দেবীগঞ্জ থানা পুলিশ। এই তক্ষক প্রাণী দিয়ে প্রতারক চক্রটি নিরীহ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় বলে জানা যায়।
আটককৃতরা হলেন ১.মোঃ রেজাউল করিম (৪০) পিতা মৃত লালু সাং পূর্ব শুকানপুকুরি ঠাকুরগাঁও,২. মোঃ আহম্মাদ হোসেন (৩৪) পিতা আব্দুল বাসেদ সাং রাজারহাট পামুলী,৩. শ্রী দেবারুচন্দ্র (৩৫) পিতা সোমারু সাং বদেশ্বরী মনিপাড়া বোদা উপজেলা, ৪. রফিকুল ইসলাম (৪০) পিতা মৃত আকাজ উদ্দিন বড়শশী সেনপাড়া , উপজেলা বোদা এছাড়া ঘটনাস্থল থেকে আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত রঞ্জু আহমেদ জানান, আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।