নোবিপ্রবিতে কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন   |   শিক্ষা

নোবিপ্রবিতে কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে    বিদায় সংবর্ধনা

  আবদুল্লাহ আল নোমান ( নোবিপ্রবি) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে রেজিস্ট্রার দপ্তরের সহকারী কম্পিউটার অপারেটর মো.জসিমউদদীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দিয়ে  তিনি দীর্ঘ ১৬ বছরের  চাকরি জীবন শেষ করলেন। মঙ্গলবার(১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিশাল এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  মো.জসিমউদদীন, আব্দুল্লাহ আল মামুন,একরাম হোসেন ও এনায়েত হোসেন রাব্বি।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি,শিক্ষক সমতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,রেজিস্ট্রার(অ.দা) জসিমউদদীন, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ,জসিমউদদীনের পরিবারের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শিক্ষা এর আরও খবর: