ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জনকে কারাদন্ড

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জনকে কারাদন্ড

রাজু খান (ঝালকাঠি) :  - ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩জনকে ৩মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দন্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- বরগুনা জেলার তালতলী এলাকার দলিল পাটোয়ারীর পুত্র মো. মাহবুব পাটোয়ারী(৪৫), ঝালকাঠির পিপলিতা এলাকান ইউনুস আকনের পুত্র মো. ইউসুফ আকন(৩৫) ও বগুড়ার গাবরিয়া এলাকার মো. কবির হোসেনের পুত্র মো. ইসমাইল (৩২)।

আদালত সুত্র জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেউরী ও নলছিটি উপজেলার ভবানীপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সুগন্ধা নদী দিয়ে যাচ্ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি ট্রলারের মালিক ৩জনকে আটক  ও বলগেট জব্দ করা হয়। পরে তাদের প্রত্যেককে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। আটককৃতরা জরিমানা দিতে অপরাগ হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: