জাবিতে বরিশাল বিভাগীয় সমিতির নতুন কমিটি গঠন
প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন | শিক্ষা

মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে আজ (শুক্রবার)। এক বছর মেয়াদী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আসিফ রহমান খান (৪৬ ব্যাচ) ও সাধারণ সম্পাদক হিসেবে দিলশাদ চৌধুরি (৪৭ ব্যাচ) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সাংগঠনিক নিয়মানুযায়ী সভাপতি হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ জুলকারনাইন। এছাড়া অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জাহিদ হাসান রেজা, মোঃ তামীম হোসেন, হাসিবুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, অনুপম সিদ্ধার্থ, সাকিব আহমেদ, জহিরুল ইসলাম এবং অনুপ ব্যানার্জী। সাংগঠনিক সম্পাদক পদপ্রাপ্ত হয়েছেন আফরিন আলম রিমি, আব্দুল আহাদ নাফিস, মুনতাসির রহমান তাহরিন, রাকিব হোসেন অভি, জাহিদ হাসা তুহিন, জাহিদ হাসান এবং মোঃ ফেরদৌস। প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান বাপ্পি, উপ-প্রচার সম্পাদক পদে ফাইজুল হক, দপ্তর সম্পাদক পদে গোলাম রাব্বি, কোষাধ্যক্ষ পদে শরীফুল ইসলাম, সাহিত্য সম্পাদক পদে জান্নাতুস সেফা, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক ইলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রুশাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জান্নাতুস সেফা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিব, প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নোমান এবং পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আছেন ফেরদৌস। কার্যকরী সদস্য হিসেবে আছেন ৫০ ব্যাচের রিজও্যান, আসিফ, হিমেল, মিসবাহ, মাসুম, তামিম,দীপক,আসিফ, মুন্না, সৈকত, রাকিব,তুবা, ঐশী, ওয়াসিম, আবিদ, নাহিদ ও রিফাত। নব নিযুক্ত সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরি দায়িত্ব লাভের পর বলেন, আমর বরিশাল বিভাগীয় সমিতিকে আরও কার্যকরী সংগঠন হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সবাইকে নিয়ে। শুধু বরিশাল বিভাগের শিক্ষার্থীদের কল্যান না, ক্যাম্পাসের যেকোন প্রয়োজনে আমরা সবসময় পাশে থাকবো।