ঘুরেফিরে তারা বছরের পর বছর ঢাকায়ই চাকরি করছেন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৪ অপরাহ্ন | মতামত

শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ, এনসিটিবিতে, ঢাকার সরকারি কলেজ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঘুরেফিরে কয়েকজন ব্যক্তি বছরের পর বছর চাকরি করছেন। অনেকে দেড় থেকে দুই দশকের বেশি সময় ধরে রাজধানীতেই আছেন, কেউ চাকরি শুরু করে শেষ করছেন ঢাকাতেই, ঢাকার বাইরে যেতে হয়নি বা হচ্ছে না। সরকারি চাকরির বিধান অনুসারে প্রতি তিন বছর পর তাদের বদলি হওয়ার কথা; কিন্তু কখনও বদলি করা হলে রাজধানীর ভেতরেই কোথাও দেওয়া হচ্ছে। রাজধানী শহর ঢাকায় মোট ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রায় সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরই ঢাকায় চাকরির মেয়াদ ৩ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে রেকর্ড গড়েছেন ১১ জন। সর্বনিম্ন ১৩ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত কেউ কেউ ঘুরেফিরে ঢাকায় পদায়ন পেয়েছেন। কেউ কেউ সহকারী শিক্ষক হিসেবে ঢাকায় চাকরি শুরু করে প্রধান শিক্ষক হয়েছেন; কিন্তু ঢাকার বাইরে যেতে হয়নি কখানও। দু-একজন কোনো কারণে ঢাকার বাইরে বদলি হলেও অতি অল্পকালের মধ্যেই ফিরে এসেছেন। এসব প্রধান শিক্ষকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর একটি চক্র গড়ে উঠেছে। তাই তাদের ঢাকার বাইরে বদলি হতে হয় না। একই চিত্র এনসিটিবিতে, নায়েমে, মাউশিতে।