গৌরীপুরে মেয়র রফিকের হাদিয়া পেলো পৌরসভার মসজিদের খতিব,ইমাম ও মুয়াজ্জিনরা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৯:০০ অপরাহ্ন   |   ধর্ম

গৌরীপুরে মেয়র রফিকের হাদিয়া পেলো পৌরসভার মসজিদের খতিব,ইমাম ও মুয়াজ্জিনরা

শামীম খান (গৌরীপুর,ময়মনসিংহ) :
করোনা সংকট মহুর্তে ঘরবন্দী যখন সকল মানুষ। অনেকেই রয়েছে খাদ্যভাব ও আর্থিক কষ্টে। এই মুহুর্তে পবিত্র মাহে রমজান আসন্ন। তাই পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশে দাড়িয়েছেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার (২২এপ্রিল) দুপুরে পৌরসভা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে মেয়র রফিক ব্যাক্তিগত অর্থে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ জনকে ইফতার সামগ্রী ও নগদ হাদিয়া প্রদান করেন। পবিত্র রমজানের ইফতার সামগ্রীর মাঝে রয়েছে আটা, খেজুর, বুট,চিনি, মুড়ি, সেমাই, কিসমিস, সাবান ও প্রত্যেক ইমাম’খতিবকে ১হাজার ৪শ টাকা নগদ ও মুয়াজ্জিনকে ৮শ টাকা করে হাদিয়া প্রদান করেন। পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন এটা কোন ত্রাণ সহায়তা নয়, পবিত্র রমজান মাস উপলক্ষে এটা আমার পক্ষ থেকে দেয়া হাদিয়া। এসময় তিনি করোনা সংকট রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দেন। তিনি ইমাম’খতিব ও মুয়াজ্জিনদের উদ্যেশে করোনা সংকট থেকে দেশবাসীর মুক্তি পাওয়ার জন্য পবিত্র জুম্মা ও পাঁচওয়াক্ত নামাজের পর বিশেষ মোনাজাত করার অনুরোধ জানান। হাদিয়া বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ’ পৌরসভার সচিব মদন মোহন দাস, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।

ধর্ম এর আরও খবর: