গোপালগঞ্জে পপুলার লাইফের ১ কোটি ৫২ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের গোপালগঞ্জ অঞ্চলের গ্রাহকদের মাঝে ১ কোটি ৫২ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর সার্ভিস সেল কার্যালয়ে এ ব্যবসা উন্নয়ন সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কে এম বিল্লাল হোসেন,আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ , জনপ্রিয় বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবিদুর রহমান বাবু। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদোত্তীর্ণ গ্রাহকদের হাতে ১ কোটি ৫২ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম শওকত আলী।