কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন, চেয়ারম্যানের প্রতিবাদ
প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৬:২২ অপরাহ্ন | সারাদেশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর মুছাপুর অংশ থেকে বালু উত্তোলনের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান জড়িত রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকালে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। এসময় তিনি ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ ও ফেনী অংশ থেকে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদ এবং বালু উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
চেয়ারম্যান আরও অভিযোগ করে বলেন, চরএলাহী স্টীল ব্রিজ, চরহাজারী ৯নং ওয়ার্ড সহ উপজেলার আরও একাধিক স্থান থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়াও মুছাপুর ৫,৭ ও ৯নং ওয়ার্ড সহ উপজেলার প্রায় সবকয়টি ইউনিয়নের ফসলী জমি থেকে রাতের আধাঁরে মাটি কাটা হচ্ছে। মাটি পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িতে নষ্ট হচ্ছে গ্রামীন সড়কগুলো। এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক দুলাল,মুছাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আহসান উল্যাহ্ ভূট্টো, যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবলু ,৬ নং ওয়ার্ড় মেম্বার সাইফ উদ্দিন প্রমূখ।