কেমন ফ্রিজে রাখা হবে ফাইজারের করোনার টিকা?

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন   |   চিকিৎসা

কেমন ফ্রিজে রাখা হবে ফাইজারের করোনার টিকা?



গত বুধবার ব্রিটেনে জরুরি ভিত্তিতে টিকার ছাড়পত্র পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা। মঙ্গলবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। পাবলিক হেলথ ইংল্যান্ড ও ন্যাশনাল হেলথ সার্ভিস যৌথভাবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও নর্দান আয়ারল্যান্ডে টিকাদান কর্মসূচি পরিচালনা করবে।


যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের যৌথ উন্নয়ন করা করোনার টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে। বিশ্বের সেরা হাসপাতালগুলোতেও এই তাপমাত্রায় টিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই টিকার নিরাপদ সংরক্ষণের জন্য নতুন করে রেফ্রিজারেটর উৎপাদন করেছে যুক্তরাজ্য।


পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, তারা ৫৮টি বিশেষায়িত টুইন গার্ড অতিনিম্ন তাপমাত্রার ফ্রিজের ব্যবস্থা করেছে। এই ফ্রিজগুলোতে প্রায় ৫০ লাখ ডোজ টিকা সংরক্ষণ করা যাবে।

জানা গেছে, নতুন এই ফ্রিজগুলো বহনযোগ্য নয়। প্রতিটি ফ্রিজে ৮৬ হাজার ডোজ টিকা রাখা যাবে।


চিকিৎসা এর আরও খবর: