কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করলো শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন | শিক্ষা
আজ রাজধানীর আইডিইবি'র হল রুমে শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান করা হয়। শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট এর সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট এর মহাসচিব, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। উপস্থিত ছিলেন প্রফেসর হেদায়েতুল ইসলাম, সাবেক সচিব আনিস উদ্দিন মিয়া, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীসহ অন্যরা । এসময় ৬০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান করা হয়।

