উত্তরা টাউন কলেজে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১ মে ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন | শিক্ষা
রাজধানীর উত্তরা টাউন কলেজে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. তোফায়েল আহমেদ চৌধুরী।
শুক্রবার (১০ মে) সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে এ অনুষ্ঠান। আলোচনা সভার সভাপতিত্ব করেন উত্তরা টাউন কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ চৌধুরী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নের মূল কারিগর হলেন শিক্ষকরা। কলেজের দলীয় রাজনীতিমুক্ত সুন্দর-সুশৃঙ্খল পরিবেশকে ধরে রাখার জন্য শিক্ষক-কর্মচারীবৃন্দের সময়ানুবর্তিতা এবং ক্যাম্পাসে নির্ধারিত সময় পর্যন্ত উপস্থিতির আবশ্যকতার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক-কর্মচারীবসহ গভর্নিং বডির সম্মানিত সদস্য ড. মোহাম্মদ আব্দুল হাকিম, প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন ভুইয়া এফসিএমএ , কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া, কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ টি এম শরীফ উল্লাহ , কে বি হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।