আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে খাবার হোটেল পরিচালনা করার অভিযোগে ১ জন গ্রেপ্তার

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে খাবার হোটেল পরিচালনা করার অভিযোগে ১ জন গ্রেপ্তার


মোঃ শামীম আহমেদ  (আশুলিয়া ঢাকা)  : 

গতকাল রাতে আশুলিয়ার রাজু মার্কেট এলাকার ক্যাফে রাজু হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। পরে নিয়মিত রাষ্ট্রীয় সম্পদ অবৈধ গ্যাস সংযোগ চুরি করে নেওয়ার অভিযোগে ০৩ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন তিতাস গ্যাস কতৃপক্ষ। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম।


এলাকাবাসী জানায়,আশুলিয়ার রাজু মার্কেট এলাকায়, ক্যাফে রাজু হোটেল এন্ড রেষ্টুরেন্ট কতৃপক্ষ প্রশাসনের চোখ ফাকি দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে হোটেলে খাবার তৈরি করে আসছিলেন। পরে রাতে সেখানে অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।


এসময় অভিযানের নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব 

সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় সেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় হোটেলের ম্যানেজার সহ রাতে আশুলিয়া থানায় ০৩ জনের নামে মামলা দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। পরে রাতেই হোটেল থেকে ম্যানেজার জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।


এছাড়াও হোটেল থেকে অবৈধ গ্যাসের চুলাও জব্দ করা হয়। অপরদিকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে গৌরিপুর এলাকায় একটি ওয়াশিং কারখানাকে নগদ ৮০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গৌরিপুর এলাকায় প্রায় সাত শতাধিক বাসা বাড়ির প্রায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ কাজে তিতাসের প্রায় পঞ্চাশ থেকে ৬০ সদস্যের একদল শ্রমিক মাটি খোড়াখুড়ির কাজে অংশ গ্রহণ করেন। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। 


এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব,ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম,ব্যবস্থাপক প্রকৌশলী মহি উদ্দিন আহমেদ,উপ ব্যবস্থাপক আমিনুর তালুকদার,উপ ব্যবস্থাপক মাহমুদ,আনিসুজ্জমান ও সহকারী প্রকৌশলী আসাওয়াদ সহ আরো অনেকে।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: