আইডিআরএ’র সদস্য দলিল উদ্দিনকে শুভেচ্ছা জানালেন বি এম ইউসুফ আলী

 প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

আইডিআরএ’র সদস্য দলিল উদ্দিনকে শুভেচ্ছা জানালেন বি এম ইউসুফ আলী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) হিসেবে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নিয়োগ পাওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান বাংলাদেশ ইনস‍্যূরেন্স এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইনস‍্যূরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস‍্যূরেন্স কোম্পানী লিমিটেড এর ব‍্যবস্হাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।




এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিনিস্ট্রেশন এন্ড এস্টাবলিশমেন্ট) আলমগীর ফিরোজ।

উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে ২০২০ সালের ১০ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য এই নিয়োগ দেয়া হয়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: