বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শেখ মোহাম্মদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫১ অপরাহ্ন | শোক ও মৃত্যুবার্ষিকী

মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শেখ মোহাম্মদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শেখ মোহাম্মদ আলী এলাকার দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলেন।
২০১৮ সালের ২৬ ডিসেম্বর বর্তমান পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপির নির্বাচনী জনসভা চলাকালীন তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল ছিলেন এবং মোংলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।