গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন   |   খেলাধুলা

গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত



আনন্দঘন পরিবেশে গোপালগঞ্জের কাশিয়ানীর  ৯৯নং ফুকরা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  স্কুলের নিজস্ব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন  জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া।  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ও কিংসনিউজ এর এডিটর ইন চিফ  শেখ নাজমুল হক সৈকত। উদ্বোধন

করেন ফুকরা উইনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু।  আরো  উপস্থিত ছিলেন।কাশিয়ানী উপজেলা শিক্ষা অফিসার  পরিমল চন্ত্র বালা,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার  মুজাহিদুল বুলবুল, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দুলালসহ আরো অনেকে।



অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে শাোনান স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।  এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল পুরস্কার দেওয়া হয়।


খেলাধুলা এর আরও খবর: