কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান কামরুল হাসান শাহীন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:২৬ অপরাহ্ন | সারাদেশ

ইউনিভার্সেল কামাল:
উৎসবমুখর পরিবেশে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুল হাসান শাহীন। নির্বাচনে তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৪ ভোট। তার নিকটতম বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল মমিন মজুমদার পেয়েছেন ৮ হাজার ৮২১ ভোট। বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের হারুনুর রশীদ মজুমদার ৫ হাজার ৪৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান মজুমদার স্বতন্ত্র চশমা প্রতীকে ১৯ হাজার ৪৭৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবদুল মোতালেব পেয়েছেন ১৫ হাজার ৮৯৪ ভোট, কাজী কামরুল হাসান ভূট্টো টিউবওয়েল প্রতীক ৫৯৭ ভোট, ফজলুর রহমান মাইক প্রতীক ৭০২ ভোট, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা টিয়া পাখি প্রতীক ২৮১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাহমুদা আক্তার ২২ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নাজমা আক্তার পেয়েছেন ৯ হাজার ১৯৪ ভোট, মধুছন্দা বণিক কলস প্রতীক ৪ হাজার ২৯৫, পারুল আক্তার ১হাজার পাঁচ ভোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ হয়েছে ইভিএম পদ্ধতিতে। ভোটাররা উৎসবের আমেজে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএমে কোথাও কোথাও বয়স্ক সহ অন্যান্য ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে বিপত্তি ঘটেছে। ভোট কেন্দ্রে অনেক ভোটার তাদের কাঙ্খিত ভোটদান কক্ষ খুঁজে পেতে হয়রানির শিকার হয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান শাহীন ছাড়াও দলের দুইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন। তবে ভোট শেষে প্রাপ্ত ফলাফলে জয় হয়েছে কামরুল হাসান শাহীনের।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৬ হাজার ৯৩১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১৩৬টি ভোট বাতিল হয়ে যায়। উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৫৭২১৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৩.৫৮ শতাংশ নারী ও পুরুষ ভোটার। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সাদিকা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচনী কর্মকর্তা জনাব মঞ্জুরুল আলম।
ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম সারওয়ার, লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হানিফ সরকার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ বিএ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. মিজানুর রহমান, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাসুদ ভুঁইয়া, লালমাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাহান মজুমদার, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মী, প্রমুখ।